শিক্ষকের ওপর হামলায় অভিভাবক ঐক্য ফোরামের প্রতিবাদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ২১: ৩৬

বিভিন্ন দাবি দাওয়া বাস্তবায়নের জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে শিক্ষকদের ওপর ন্যক্কারজনক হামলা লাঠিপেটা সহ গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

বিজ্ঞাপন

রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু এই প্রতিবাদ জানান। তিনি প্রশ্ন তুলে বলেন, কোন অসভ্য সমাজে আমরা বসবাস করছি- আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সমাজ তথা মানুষ গড়ার কারিগরদেরকে লাঠিপেটা করে প্রকাশ্য-দিবালোকে রাস্তায় ফেলে পেটানো এবং গ্রেফতার করা হয়।

তিনি অবিলম্বে গ্রেফতারকৃত শিক্ষকদের মুক্তি দাবি করেন এবং শিক্ষকদের ন্যায় সঙ্গত দাবি মেনে নেয়ার আহবান জানান। জিয়াউল কবির দুলু বলেন, স্কুলের বার্ষিক পরীক্ষা সমাগত। এ সময়ে ক্লাস বন্ধ থাকলে শিক্ষার্থীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন। তিনি সকারের কাছে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণেরও দাবি জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত