আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরো ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলো-১। বরগুনা জেলার বেতাগী উপজেলার ০৫ নং বুড়া মজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: ইউনুছ আলী ওরফে ইলিয়াস (৫২) ২। গাজীপুর মহানগরের আওয়ামী যুবলীগ নেতা শামীম ওসমান (৩৭) ৩। ২৬ নং ওয়ার্ড ওয়েস্ট এন্ড হাই স্কুল ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাহমুদ দেওয়ান শিপু (৩৬) ৪। ২৬ নং ওয়ার্ড, ওয়েস্ট এন্ড হাই স্কুল ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. জামিল হোসেন (৩৫) ৫। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট কায়সার আহম্মদ (৫৭) ৬। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫৩ নং ওয়ার্ড কৃষক লীগের সহ- সভাপতি মো. সোলেমান (৪৪) ৭। ঢাকা মহানগর দক্ষিণ ৬৭ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকরামুল হাসান রুবেল (৩৪) ৮। টাঙ্গাইল জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক, বাসাইল থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বাসাইল উপজেলার চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম (৫৪) ৯। ক্যান্টনমেন্ট থানার বারনটেক ইউনিটের শ্রমিক লীগের সভাপতি ও সম্পাদক মোহাম্মদ খাইরুল ইসলাম ওরফে জুয়েল খাঁ (৪৭) ১০। ঢাকা মহানগর ৩৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ সজিব খান (৩৩) ১১। ঢাকা মহানগর দারুসসালাম থানা ০৬ নং ইউনিট ও ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসলাম খান (৪৯) ১২। কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া (৫৬)।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১:০৫ সময় ডিবি-উত্তরা বিভাগ মিরপুর মডেল থানাধীন শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকায় অভিযান পরিচালনা করে মো.ইউনুছ আলী ওরফে ইলিয়াসকে ও বিকাল আনুমানিক ০৪:৫৫ সময় উত্তরা পশ্চিম থানাধীন মাস্কট প্লাজার সামনে থেকে শামীম ওসমানকে গ্রেপ্তার করে। একই দিন দুপুর আনুমানিক ০১:০৫ সময় লালবাগ থানাধীন লালবাগ কেল্লা এলাকায় অভিযান পরিচালনা করে মো.মাহমুদ দেওয়ান শিপুকে ও সন্ধ্যা আনুমানিক ০৬:৩০ সময় লালবাগ শহীদ মাজাদ এলাকা থেকে মো. জামিল হোসেনকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগ।

ডিবি সূত্রে আরো জানা যায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭:০০ সময় ডিবি-গুলশান বিভাগের একটি টিম মোহাম্মদপুর থানাধীন হুমায়ুন রোড এলাকায় অভিযান পরিচালনা করে কায়সার আহম্মদকে গ্রেফতার করে। মো. সোলেমানকে রাত আনুমানিক ০৮:০০ সময় তুরাগ থানাধীন ফুলবাড়িয়া টেকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে ডিবির পৃথক টিম।

অপরদিকে, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১:৪৫ সময় ডিবি-ওয়ারী বিভাগেরে একটি টিম ডেমরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইকরামুল হাসান রুবেলকে গ্রেফতার করে। একই দিন রাত আনুমানিক ০৯:৪০ ঘটিকায় মিরপুর-১১ এলাকা থেকে কাজী অলিদ ইসলামকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগ। মোহাম্মদ খাইরুল ইসলাম ওরফে জুয়েল খাঁকে রাত আনুমানিক ০৯:৩০ ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে গ্রেফতার করে ডিবির পৃথক টিম।

ডিবি সূত্রে জানা যায়, সোমবার দিবাগত (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ সময় ডিবি-লালবাগ বিভাগের একটি টিম কোতয়ালী থানাধীন রাধিকা মোহন বসাক লেন এলাকায় অভিযান পরিচালনা করে মো. সজিব খানকে গ্রেপ্তার করে। একই দিন রাত আনুমানিক ১২:১০ সময় দারুসসালাম থানা এলাকা মো. আসলাম খানকে করে গ্রেফতার করে ডিবি- মিরপুর বিভাগ ও হিরু মিয়াকে সন্ধ্যা আনুমানিক ০৬:১০ ঘটিকায় উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম।

গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন