ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ বাস্তবায়নের দাবিতে অবস্থান ধর্মঘট

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৩: ২১
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৩: ৩০

স্বীকৃতিপ্রাপ্ত, অনুদানভূক্ত ও অনুদান হীন সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকার কর্তৃক ঘোষিত জাতীয়করণের বাস্তবায়নের দাবিতে টানা ২১তম দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছেন ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট জাতীয়করণ বাস্তবায়নের দাবিতে এই অবস্থান ধর্মঘট পালন করছেন।

বিজ্ঞাপন

অবস্থান ধর্মঘটে বক্তারা ঘোষণা দিয়েছেন, অন্তর্বর্তী সরকার ঘোষিত জাতীয়করণ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা অবস্থান ধর্মঘট পালন করবেন। সরকার যতদিন না পর্যন্ত তাদের বেতন চালু না করবে ততদিন তারা প্রেসক্লাবের সামনে এই অবস্থান ধর্মঘট পালন করে যাবেন।

তাদের দাবি ইবতেদায়ি মাদরাসা বন্ধ হয়ে গেলে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও ইসলামি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংকটে ভুগবে। সাধারণ মুসলমানরা মাদরাসা শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন। সুতরাং দ্রুত সময়ের মধ্যে ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ করে শিক্ষকদের মানবেতর জীবন-যাপন করা থেকে সরকার তাদের বের করে নিয়ে আসবে।

ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের এই অবস্থান ধর্মঘট কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, খেলাফত মজসিল, এনসিপি, ইসলামি ঐক্যফ্রন্ট, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জাতীয়করণ প্রত্যাশী জোট, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অবস্থান ধর্মঘটে উপস্থিত হয়ে সমর্থন জানিয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

আইইবিতে ষষ্ঠ অ্যানুয়াল পেপার মিটের লোগো ও ট্রফি উন্মোচন

মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনতিবিলম্বে সংশোধনের আহ্বান টিআইবির

রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে সিনিয়র ম্যানেজমেন্টের সভা

সিডনিতে এক উচ্চাভিলাষী মসজিদের স্বপ্ন এখন বাস্তবতার কাছাকাছি

যমুনা ব্যাংক ও ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের চুক্তি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত