আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাইলস্টোনের ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের গভীর শোক

আমার দেশ অনলাইন
মাইলস্টোনের ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের গভীর শোক

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ৩১ জনের মর্মান্তিক মৃত্যু এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও বেদনা প্রকাশ করেছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স।

অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা ও শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

অ্যালায়েন্স মনে করে, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় পাইলট, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন