ভারতীয় ৩৪৭ মোবাইল সেটসহ চোরাকারবারি আটক

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৫, ১৫: ৪৬

ভারত থেকে চোরাচালানকৃত বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ চোরাকারবারি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-সাইবার বিভাগ। সোমবার দুপুরে শাহবাগ থানাধীন পরিবাগ এলাকার মোতালেব টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

ডিএমপি ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তালেবুর রহমান জানান, আটক ব্যক্তির নাম নাফিস আহমেদ (২০)। আটককালে তার হেফাজত থেকে ৩৪৭টি চোরাচালানকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। একইসঙ্গে চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। উদ্ধার মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা।

বিজ্ঞাপন

ডিবি-সাইবার বিভাগ সূত্রে জানা যায়, শাহবাগ এলাকায় ডিবি-সাইবার (দক্ষিণ)-এর একটি টিম বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহবাগ থানাধীন পরিবাগ এলাকায় ভারত থেকে অবৈধ পথে চোরাচালানকৃত বিপুল সংখ্যক মোবাইল ফোন আনলোড ও ক্রয়-বিক্রয় করা হবে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিবির উক্ত অভিযানিক দল পরিবাগ এলাকায় কৌশলে অবস্থান নেয়।

পরবর্তীতে দুপুর আনুমানিক ১:৫৫ ঘটিকায় মোতালেব টাওয়ার এলাকায় প্রাইভেটকার থেকে চোরাচালানকৃত মোবাইল ফোন আনলোড করার সময় ডিবির অভিযানিক দল ৩৪৭টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনসহ নাফিস আহমেদকে আটক করে। এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারী চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যায়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিবি-সাইবার বিভাগ সূত্রে আরো জানা যায়, গ্রেফতার নাফিস চোরাচালানকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সে পলাতক আরো কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে ভারতসহ বিভিন্ন দেশ থেকে মোবাইল ফোন ও অন্যান্য গ্যাজেট চোরাচালান করে আসছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

আটক নাফিসকে আদালতে পাঠানো হয়েছে। চোরাকারবারি চক্রের পলাতক সদস্যদের আটক করতে ডিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এমএস

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত