‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীদের মিছিল, পুলিশের বাধা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১৪: ০৩
আপডেট : ০১ জুন ২০২৫, ১৬: ০২

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে প্রকল্পে কর্মরত কর্মীরা রাস্তায় বসে পড়েন। রোববার সকাল সাড়ে ১০টার পর প্রেসক্লাব থেকে যমুনার উদ্দেশ্যে রওনা দেন তারা। কাকরাইল মসজিদ সড়কে তাদের আটকে দেয়ার পর সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন
Informsiste2r

গত ২৮ মে সকাল থেকে ৪ দফা দাবি নিয়ে ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছেন। অনশনে থাকা কয়েকজন কর্মী অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন।

আন্দোলনকারীদের আগে চার দফা দাবি থাকলেও বর্তমানে তা দুই দফায় সীমাবদ্ধ করা হয়েছে। দফা দুটি হলো— প্রকল্পে কর্মরত সকল জনবলকে সমগ্রেডে পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর এবং কর্তন করা বেতন ও ভাতা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত