ফুটপাতে ওষুধের কার্টুনে নবজাতকের লাশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১৩: ৫১
আপডেট : ১২ মার্চ ২০২৫, ১৩: ৫৩

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের ফুটপাতের একটি কার্টুনের মধ্যে কাপড় দিয়ে প্যাচানো অবস্থায় একদিন ছেলে নবজাতক উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বুলবুল হোসেন জানান, আমরা ইফতারের পরে খবর পেয়ে স্টেশনের পাশে কার্টুনে মধ্যে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত ওই নবজাতক ছেলে আনুমানিক বয়স একদিন হবে। কে বা কারা সবার অজান্তে ওই জায়গায় ফেলে রেখে যায়। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। সিসি ফুটেজ দেখে ওই ব্যক্তিকে সনাক্ত করা চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত