হানিফ ফ্লাইওভারের পাশে যাত্রীবাহী বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১: ৩৮

রাজধানী যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের পাশে যাত্রীবাহী বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন, মোহাম্মদ ইমরান (৫০) সিএনজি যাত্রী ও মোহাম্মদ শহিদুল (৪৮) সিএনজি চালক। এই ঘটনায় মোহাম্মদ রফিক (৫০) নামের একজন আহত রয়েছেন।

শুক্রবার রাত আটটার দিকে ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাতে ইমরান ও শহিদুল কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রফিক নামের একজন জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

তাদেরকে হাসপাতলে নিয়ে আসা(গুলিস্তান হেডকোয়ার্টার) (ফায়ার সার্ভিসের লিডার) পবিত্র জানান,আমরা খবর পেয়ে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের পাশে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজির তিন জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে সিএনজি চালক সহ দুইজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ১জন চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, নিহত ইমরানের বাসা মোহাম্মদপুর সি-ব্লকের জেনেভা ক্যাম্পের ২৭২ নম্বর বাসার মোহাম্মদ আব্বাস আলী সন্তান। অপরজন নিহত শহিদুল সিএনজি চালক তার পরিচয় বিস্তারিত জানা যায়নি।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।এই ঘটনায় রফিক নামের একজন জরুরী বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত