পার্বত্য চট্টগ্রামের নবীন চিত্রশিল্পীদের আর্ট ক্যাম্প

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৮: ৩৫

পার্বত্য চট্টগ্রামের নবীন চিত্রশিল্পীদের নিয়ে ‘পাহাড়ের প্রতিধ্বনি’ শীর্ষক দিনব্যাপী একটি আর্ট ক্যাম্প বুধবার অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিরপুরের কাজীপাড়ার সিএইচটি কালিনারিতে। আর্ট ক্যাম্প সকাল ১০ টায় শুরু হয়ে সন্ধ্যা ৭ টায় খোলা থাকে। অনুষ্ঠানের এ ক্যাম্পে পাহাড়ের ১২ চিত্র শিল্পী অংশ গ্রহণ করেন। সকাল ১০টায় এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন পার্বত্য বৌদ্ধ সংঘের আহ্বায়ক ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) তুষার কান্তি চাকমা।

বিজ্ঞাপন

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অংশগ্রহণকারী চিত্র শিল্পীরা বলেন এই আর্ট ক্যাম্পের মাধ্যমে পাহাড়ের প্রতিধ্বনি সমতল পর্যন্ত পৌঁছানোর প্রয়াসের জন্য তারা কাজ করে যাচ্ছে। পাহাড়ের নবীন চিত্র শিল্পীরা নানান রঙের মাধ্যমে ক্যানভাসে জুম- পাহাড়কে তুলে আনছে ইট পাথরের যান্ত্রিক শহরে। কোলাহল ভরা শহরে তারা পাহাড়ের নিস্বর্গের সবুজ- প্রকৃতি, জুম পাহাড়ের গল্প, আদিবাসীদের জীবন, জীবিকা ও বৈচিত্র্য ফুটে তুলছে তাদের বৈচিত্র্য তুলি দিয়ে।

১২ জন চিত্র শিল্পী এই আর্ট ক্যাম্পে ছবি আঁকেন। প্রত্যেক শিল্পীর অন্তত দুটো করে মোট ২৪টি ছবি আঁকা হয় এই আর্ট ক্যাম্পে। দিনব্যাপী চলা এই ক্যাম্পটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। ক্যাম্পে সংহতি জানাতে উপস্থিত হন, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, আদিবাসী বিষয়ক অধিকার কর্মী দীপায়ন খীসা এবং বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম। তারা তরুণ আঁকিয়েদের ছবি আঁকা দেখেন এবং আর্ট ক্যাম্পের তরুণ চিত্র শিল্পীদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন সরকারের সংশ্লিষ্টদের পাহাড়ের তরুণ চিত্র শিল্পীদের আর্থিক প্রণোদনা দেওয়া দরকার। তাদের এই চিত্র কর্ম দেশের চিত্র শিল্পের জন্য অফুরান সম্ভাবনা সৃষ্টি করবে।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত