সমাজসেবার উপকারভোগীদের অর্থ কাঙ্ক্ষিত মাধ্যমে দেয়া হবে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২০ জুন ২০২৫, ২০: ৫৭
আপডেট : ২০ জুন ২০২৫, ২১: ৪৫

আগামী অর্থবছর থেকে সমাজসেবার উপকারভোগীদের অর্থ তাদের চাহিদামতো মাধ্যমে (প্রচলিত কিংবা মোবাইল ব্যাংকিং) প্রদান করা হবে।

বৃহস্পতিবার শহর সমাজসেবা কার্যক্রমে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে বক্তারা উপরোক্ত তথ্য তুলে ধরেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

শহর সমাজসেবা কার্যালয়-৪ এর সমাজসেবা অফিসার শাহিনা আক্তার সুইটির সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম ফজলুল করিম রুমি এবং ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সালমা বেগম।

সেমিনারে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো. কাওসার রহমান। সেমিনারে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের পাশাপাশি সমাজসেবা মন্ত্রণালয়ে অনুদান ও ক্ষুদ্রঋণ গ্রহীতারা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা জানান, আগের সরকারের নির্দেশনায় বিভিন্ন উপকারভোগীদের অর্থ মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে প্রদান করা হয়। তবে একশ্রেণির প্রতারক নিরীহ মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের সব অর্থ হাতিয়ে নেয়। আগামী ১ থেকে নতুন অর্থ বছরে উপকারভোগীদের চাহিদা অনুসারে তাদের পছন্দ অনুযায়ী মাধ্যমে অর্থ প্রদান করা হবে।

এছাড়া সমাজসেবা মন্ত্রণালয়ের সব ধরনের ভাতার পরিমাণও বাড়ানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত