শিশুদের জন্মগত হৃদরোগের চিকিৎসায়
স্টাফ রিপোর্টার
দেশে ক্রমাগত বেড়েই চলেছে জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুর সংখ্যা। এই নিয়ে তেমন কোনো গবেষণা না হওয়ায় আক্রান্তের সঠিক হার জানা না থাকলেও অন্তত ৩০ হাজার শিশু হৃদরোগ নিয়ে জন্মায় বলে ধারণা চিকিৎসকদের। এসব রোগীর বড় অংশই স্থানীয় পর্যায়ে হলেও চিকিৎসা সুবিধা ঢাকাকেন্দ্রিক। ফলে প্রান্তিক অঞ্চলের রোগীদের চিকিৎসা বাধাগ্রস্ত হচ্ছে।
এমতাবস্থায়, জেলা পর্যায়ের হাসপাতালে পেডিয়াট্রিক কার্ডিয়াক প্রোগ্রাম চালুর দাবি জানিয়েছেন অভিজ্ঞ চিকিৎসকেরা।
মঙ্গলবার রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে জাতীয় ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি কংগ্রেস অনুষ্ঠানের প্রথম দিনে চিকিৎসকেরা এই দাবি জানান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কিডস হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নূরুন্নাহার ফাতেমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
অনুষ্ঠানে দেশি ও বিদেশি বিপুল সংখ্যক ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, শিশু বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট এবং শিশু হৃদরোগ সার্জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বিশ্ববিখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাকিল আহমেদ কুরেশি। শিশু হৃদরোগ চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাঁকে আজীবন সম্মাননা দেওয়া হয়।
এ সময় কিডস হার্ট ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. নূরুন্নাহার ফাতেমা বলেন, এই কংগ্রেস বাংলাদেশের শিশু হৃদরোগ চিকিৎসার উন্নয়ন যাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
অনুষ্ঠানে শিশুদের জন্মগত হৃদরোগের চিকিৎসা সুবিধাকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে চিকিৎসকেরা বলেন, ‘দেশের প্রতিটি জেলা পর্যায়ের হাসপাতালে পেডিয়াট্রিক কার্ডিয়াক প্রোগ্রাম চালু করতে হবে। বর্তমানে কেবল ঢাকার কয়েকটি হাসপাতালে এই বিশেষায়িত চিকিৎসা সুবিধা রয়েছে, যা দেশের অন্যান্য অঞ্চলের শিশুদের জন্য বড় বাধা।
আগামীকাল বুধবার কংগ্রেসের দ্বিতীয় দিনের কর্মসূচিতে ক্যাথ ল্যাব থেকে জটিল ও আকর্ষণীয় শিশু হৃদরোগের কেস লাইভ সম্প্রচারের মাধ্যমে প্রদর্শিত হবে।
দেশে ক্রমাগত বেড়েই চলেছে জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুর সংখ্যা। এই নিয়ে তেমন কোনো গবেষণা না হওয়ায় আক্রান্তের সঠিক হার জানা না থাকলেও অন্তত ৩০ হাজার শিশু হৃদরোগ নিয়ে জন্মায় বলে ধারণা চিকিৎসকদের। এসব রোগীর বড় অংশই স্থানীয় পর্যায়ে হলেও চিকিৎসা সুবিধা ঢাকাকেন্দ্রিক। ফলে প্রান্তিক অঞ্চলের রোগীদের চিকিৎসা বাধাগ্রস্ত হচ্ছে।
এমতাবস্থায়, জেলা পর্যায়ের হাসপাতালে পেডিয়াট্রিক কার্ডিয়াক প্রোগ্রাম চালুর দাবি জানিয়েছেন অভিজ্ঞ চিকিৎসকেরা।
মঙ্গলবার রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে জাতীয় ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজি কংগ্রেস অনুষ্ঠানের প্রথম দিনে চিকিৎসকেরা এই দাবি জানান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কিডস হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. নূরুন্নাহার ফাতেমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
অনুষ্ঠানে দেশি ও বিদেশি বিপুল সংখ্যক ইন্টারভেনশনাল পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, শিশু বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট এবং শিশু হৃদরোগ সার্জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বিশ্ববিখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাকিল আহমেদ কুরেশি। শিশু হৃদরোগ চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাঁকে আজীবন সম্মাননা দেওয়া হয়।
এ সময় কিডস হার্ট ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. নূরুন্নাহার ফাতেমা বলেন, এই কংগ্রেস বাংলাদেশের শিশু হৃদরোগ চিকিৎসার উন্নয়ন যাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
অনুষ্ঠানে শিশুদের জন্মগত হৃদরোগের চিকিৎসা সুবিধাকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে চিকিৎসকেরা বলেন, ‘দেশের প্রতিটি জেলা পর্যায়ের হাসপাতালে পেডিয়াট্রিক কার্ডিয়াক প্রোগ্রাম চালু করতে হবে। বর্তমানে কেবল ঢাকার কয়েকটি হাসপাতালে এই বিশেষায়িত চিকিৎসা সুবিধা রয়েছে, যা দেশের অন্যান্য অঞ্চলের শিশুদের জন্য বড় বাধা।
আগামীকাল বুধবার কংগ্রেসের দ্বিতীয় দিনের কর্মসূচিতে ক্যাথ ল্যাব থেকে জটিল ও আকর্ষণীয় শিশু হৃদরোগের কেস লাইভ সম্প্রচারের মাধ্যমে প্রদর্শিত হবে।
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী ঢামেক হাসপাতাল ভর্তি হয়েছেন। তাদেরকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। আহতরা হলেন, নরসিংদীর মাদবদী এলাকার ক্ষুদ্র কাপড় ব্যাবসায়ী মো: সজল (৩০), ও আলামিন(২৭)।
৪ ঘণ্টা আগেরাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। তবে অজ্ঞাতনামা পুরুষের বয়স আনুমানিক ৬০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগেনাগরিকদের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে রাজধানীতে নতুন তিনটি নাগরিক সেবাকেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৬ ঘণ্টা আগেমেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বেরিয়ে গেলে ১০০ টাকা ভাড়া কাটবে মেট্রোরেল কর্তৃপক্ষ। এর আগে কেউ কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।
৮ ঘণ্টা আগে