নিউ টাউন সোসাইটির নবনির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ২০: ১৯

রাজধানী ঢাকার নিউ টাউন সোসাইটির নবনির্বাচিত ৩৪০ জন প্রতিনিধি শপথ গ্রহণ করছে। শুক্রবার সন্ধ্যায় নিউ টাউন সোসাইটি প্রাঙ্গণে সেতুবন্ধন টাওয়ারের অডিটোরিয়ামে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ২ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত গণতান্ত্রিক নির্বাচন শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণার মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়।

শপথ অনুষ্ঠানে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার নেছার উদ্দিন আহম্মদ। যিনি উপস্থিত সকল প্রতিনিধিকে জনগণের সেবায় নিয়োজিত থেকে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য মো. মোতাছিম বিল্লাহ, অ্যাডভোকেট নুরুজ্জামান,খাজা মাসুম বিল্লাহ কাওছারী, জসিম উদ্দিন সিকদার এবং নির্বাচন কমিশন সচিব ও সোসাইটির সদস্য সচিব মো: আবু জাফর শপথ অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিজ্ঞাপন

অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোসাইটির উপদেষ্টা বৃন্দ। সোসাইটির অন্যতম উপদেষ্টা মো. কামাল হোসেন ও মির্জা হেলাল উদ্দিন স্ব স্ব আলোচনায় বলেন-নিউ টাউন সোসাইটি স্থানীয় গণতন্ত্রের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ নির্বাচন শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল। আজকের এই শপথ সেই গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আমাদের দায়বদ্ধতা পুনঃনিশ্চিত করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় দৈনিকের বিশিষ্ট সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা বলেন, স্থানীয় পর্যায়ে এমন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন আজকের বাংলাদেশে বিরল উদাহরণ হয়ে উঠেছে। গণমাধ্যমের উপস্থিতি এবং তৃতীয় পক্ষের নির্বাচন পর্যবেক্ষণ নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হয়েছে।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত প্রতিনিধিরা মাদকমুক্ত সমাজ গঠন, চাঁদাবাজি রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ চলাচল ব্যবস্থা ও সামাজিক সম্প্রীতি রক্ষার অঙ্গীকার করেন। তারা প্রত্যেকেই জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে নিউ টাউন সোসাইটির সদস্য সচিব বলেন—আপনারা জনগণের রায় পেয়েছেন। এখন সময় এসেছে সেই আস্থার মর্যাদা রাখার। নিজেদের রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত অভিপ্রায় নয়—অগ্রাধিকার দিতে হবে জনগণের কল্যাণকে।

বিশেষ আকর্ষণ হিসেবে শপথ অনুষ্ঠানে ছিল কুরআন তিলাওয়াত, দেশাত্মবোধক গান ও সামাজিক সম্প্রীতির প্রতীক হিসেবে একটি শান্তির শপথ পত্র পাঠ।

নিউ টাউন সোসাইটির আহবায়ক নেছার উদ্দিন আহম্মদের সভাপতিত্বে ও সদস্যসচিব মো: আবু জাফরের সঞ্চালনায় পরিচালিত সাধারণ পরিষদের নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। অনুষ্ঠান শেষে এক মিলনমেলার আয়োজন করা হয় যেখানে নবনির্বাচিত প্রতিনিধিরা জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা সিডরোর কার্যনির্বাহী পরিষদ সদস্য ও স্থানীয় বাসিন্দা তাসমিনা এনান তৃণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, নিউ টাউন সোসাইটি গঠিত হয় গত বছরের আগস্টে যখন জাতীয় রাজনৈতিক সংকটের কারণে স্থানীয় আইনশৃঙ্খলা চরমভাবে বিঘ্নিত হয়। সে সময় নাগরিক নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উদ্যোগে গঠিত হয় এই সোসাইটি, যার মূলমন্ত্র “সম্প্রীতি, স্বচ্ছতা ও সেবা ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত