সদরঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে ড. মান্নান

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১৬: ৩৭
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১৭: ৩১

সদরঘাট ইস্ট বেঙ্গল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সোমবার (৬ অক্টোবর) সকালে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান।

বিজ্ঞাপন

এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, জামায়াতে ইসলামী ৪ দফা কর্মসূচির ভিত্তিতে কার্যক্রম পরিচালিত হয়। তারমধ্যে অন্যতম হচ্ছে- সমাজ সংস্কার ও সমাজ সেবা। যেখানে দুর্যোগ-দুর্দিন সেখানেই সবার আগে জামায়াতে ইসলামী ছুটে যায়। জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি করে না, জামায়াতে ইসলামী মানবতার কল্যাণের রাজনীতি করে। জামায়াতে ইসলামী দলমত, ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে মানুষের স্বার্থে সমাজ সেবা কার্যক্রম পরিচালনা করে।

তিনি আরো বলেন, ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামী সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছে। এই আসনের জনগণ যদি আমাকে সুযোগ দেয় তবে আমি নির্বাচিত হলে যেভাবে মানুষের পাশে থাকবো, নির্বাচিত না হলেও মানুষের পাশে ছিলাম আছি এবং থাকবো।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে ড. আব্দুল মান্নানের সঙ্গে ছিলেন কোতোয়ালী থানা আমির মতিউর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ, ইস্ট বেঙ্গল মার্কেটের ব্যবসায়ী নেতা আশরাফুল ইসলাম সুজন, সুত্রাপুর থানা ব্যবসায়ী নেতা গোলাম কুদ্দুস, ৩৬ নং ওয়ার্ড কমিশনার প্রার্থী হাফেজ আব্দুস সালাম, মাওলানা আব্দুর রাজ্জাকসহ নেতৃবৃন্দ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত