বাড্ডায় গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৫

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১৪: ১৯
আপডেট : ১৭ মে ২০২৫, ১৪: ২০

রাজধানীর বাড্ডার দক্ষিণ আনন্দ নগরের একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ণ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজন।

বিজ্ঞাপন

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে স্হানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাতে তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- তোফাজ্জল হোসেন (৪৫), তার স্ত্রী মঞ্জুরা বেগম (৩৫), তাদের মেয়ে তানিশা (৪), মিথিলা (৭) ও তানজিলা (১১)। তোফাজ্জলের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদর চিলা রং এলাকায় বাসিন্দা। তারা বাড্ডা দক্ষিণ আনন্দনগর আনসার ক্যাম্পের পাশে একটি ভবনের নিচ তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

দগ্ধদের বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ শাওন বিন রহমান।

তিনি জানান, রাতের দিকে বাড্ডা এলাকা থেকে ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মোহাম্মদ শরীফ তাদের মধ্যে তোফাজ্জল হোসেন শরীরে ৮০ শতাংশ দগ্ধ, তার স্ত্রী মনসুরা বেগম ৬৭ শতাংশ দগ্ধ, তাদের মেয়ে তানজিলা ৬৬ শতাংশ দগ্ধ, মিথিলা ৬০ শতাংশ দগ্ধ ও তানিশা ৩০ শতাংশ দগ্ধ নিয়ে বার্ন ইনস্টিটিউট এর জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

এমবি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত