বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অন্তঃসত্ত্বা স্ত্রী নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১৬: ৫০
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৭: ০৩

রাজধানীর হানিফ ফ্লাইওভারে মঞ্জিল পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অন্তঃসত্তা নারী মোছাঃ মেহেরুন্নেসা ঝুমি (২২) নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক স্বামী মুসা কলিম উল্লাহ (২৬)।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে হানিফ ফ্লাইওভারের গুলিস্তান অংশে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গুরুতর আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর বারোটা মেহেরুন্নেসাকে মৃত ঘোষণা করেন।

নিহত নারীর স্বামী মোবাইল এক্সেসরিজ ব্যবসায়ী মুসা কলিম উল্লাহ বলেন, ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মেহেরুন্নেসাকে আদ-দ্বীন হাসপাতালের ডাক্তার দেখানোর জন্য মাতুয়াইলের বাসা থেকে মোটরসাইকেল যোগে নিয়ে যাওয়ার পথে গুলিস্তান বরাবর হানিফ ফ্লাইওভারে মঞ্জিল পরিবহনের বাস পিছন থেকে ধাক্কা দেয়। এতে স্ত্রী সহ আমি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ি । মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

মুসা কলিম উল্লাহ আরো বলেন, ওই বাসটি তাৎক্ষণিক আরো একটি মোটরসাইকেল কে ধাক্কা দেয়; সেখানে আমাদেরই মার্কেটের মোঃ রানা (২৫) আহত হয়। ঘটনায় স্থানীয়রা বাসটিকে আটক করেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মেহেরুন্নেসা গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া থানায়। তার বাবার নাম হারুন অর রশিদ।

স্বামীর সঙ্গে শনির আখড়ার সাদ্দাম মার্কেট শহর পল্লী মাতুয়াইল মুসলিম নগর পরিবার নিয়ে থাকতেন। মুনজারিন নামের চার বছর বয়সী একজন কন্যা সন্তানের জননী ছিলেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত