আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লন্ডন বৈঠক রাজনৈতিক অচলাবস্থা দূর করবে: সাইফুল হক

ঢাবি সংবাদদাতা
লন্ডন বৈঠক রাজনৈতিক অচলাবস্থা দূর করবে: সাইফুল হক

লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রাজনৈতিক অচলাবস্থা ও পরস্পরের প্রতি সন্দেহ অবিশ্বাস দূর করবে বলে আশা প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

বিজ্ঞাপন

শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সাইফুল হক বলেন, গত শুক্রবার লন্ডনে সরকার প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের মধ্যকার বৈঠকের মাধ্যমে নির্বাচনকেন্দ্রীক অচলাবস্থা ও সন্দেহ অবিশ্বাস অনেকখানি দূর হবে বলে আশা করা যায়।

তিনি সরকারের উদ্যোগকে ‘বিলম্বিত বোধদয়’ হিসেবে আখ্যায়িত করেন এবং বলেন, আরো আগে এই বোধদয় হলে অনাকাঙ্ক্ষিত বিতর্ক এড়িয়ে নির্বাচনের প্রস্তুতিসহ আসল কাজগুলোতে আরও মনোযোগ দেওয়া যেত। তিনি বলেন, এই বৈঠকের মাধ্যমে বিচার সংস্কার ও নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সম্মানজনক প্রস্থানের রাস্তা সুগম হলো বলে ধরে নেয়া যেতে পারে।

পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি বলেন, দেশের মানুষের অধিকার ও মুক্তি অর্জনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জনগণের ভালোবাসা নিয়ে আগামী দিনগুলোতেও আপোষহীন ধারায় তার সংগ্রাম অব্যাহত রাখবে। সংক্ষিপ্ত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক। সংহতি জানান গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আহবায়ক শেখ আবদুর নূর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন