বিশ রোজার মধ্যে বকেয়া বেতন-বোনাস না হলে কঠোর আন্দোলন

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১৫: ৪৭

বিশ রোজার মধ্যে সকল শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস পরিশোধ করার আহ্বান জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ। তাতে ব্যর্থ হলে লাগাতার কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচি থেকে এমন হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

এসময় সংগঠনের যুগ্ম-আহ্বায়ক চৌধুরী আশিকুল আলম বলেন, অঙ্গীকার পূরণ না করার কারণে শ্রমিক যদি ফুঁসে ওঠে, স্কপ শ্রমিকদের পাশে থাকবে। প্রয়োজনে লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণি তাদের অধিকার প্রতিষ্ঠা করবে। তাই এমন পরিস্থিতি যেন বা হয় সেজন্য শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করুন।

বক্তারা আরও বলেন, রমজানের আগেই আমরা বৈঠক করেছি, আমরা দেখতে চাই চুক্তির যেন বরখেলাপ না হয়।

বক্তারা আরও বলেন, ঈদের আগে কোনোভাবেই শ্রমিক-কর্মচারীদের যেন চাকরিচ্যুত না করা হয় এবং ২০ রোজার মধ্যে বকেয়া বেতন-বোনাস পরিশোধ সংক্রান্ত সরকার, মালিক ও শ্রমিক এর ত্রিপক্ষীয় সভার সর্বসম্মত সিদ্ধান্তের পূর্ণ বাস্তবায়ন এবং শ্রমিকদের মতামত ও স্বার্থকে প্রাধান্য দিয়ে অতিসত্বর শ্রম আইন সংশোধনের দাবি জানানো হয়।

সমাবেশে অংশ নেওয়া শ্রমিক নেতাদের মধ্যে আরও বক্তব্য রাখেন আবদুল কাদের, সাইফুজ্জামান বাদশা প্রমুখ।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত