ইতালির ভিসা জটিলতা দ্রুত সমাধান দাবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ১৪: ২৯

ইতালি ভিসা জটিলতা দ্রুত সমাদানের দাবি জানিয়েয়েন ভুক্তভোগীরা। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তারা এ দাবি জানান।

বিজ্ঞাপন

এসময় ভুক্তভোগীরা বলেন, ২০২২ সালের শেষে ইতালির নুলভা পারমিটের জন্য যারা আবেদন করা হয়। ২০২৩ সালের শুরু থেকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে কাগজপত্র জমা দেওয়া হয়। তবে এখন পর্যন্ত বেশিরভাগ আবেদন নিষ্পত্তি হয়নি। অনেকে সাক্ষাৎকারের জন্য অপেক্ষায় আছেন। কেউ আবার আবেদন জমা দেওয়ার সুযোগই পাননি।

তাদের দাবি, ২০২৩ সালের আগস্ট থেকে জমা পড়া আবেদনগুলো এখনো পর্যন্ত সিরিয়াল অনুযায়ী প্রসেস হয়নি। ভিসা আবেদন দেওয়ার পর দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে চাকরি ও জীবনের সুযোগ হারাচ্ছেন অনেকেই। ইতোমধ্যে অনেক দেশ তাদের কর্মী নির্বাচন করে প্রক্রিয়া শেষ করলেও বাংলাদেশে এখনো ধীরগতি দেখা যাচ্ছে।

এদিকে ইতালির ওয়ার্ক পারমিট (নুলস্তা) ভিসার আবেদন করে দুই বছর ধরে অপেক্ষায় থাকা হাজারো বাংলাদেশি অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। ২০২২ সালে তারা কাজের অনুমতি পেলেও অনেকে ভিসা পাননি। আবেদন করার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অনেকেই সাক্ষাৎকারের জন্য ডাকা হয়নি। কারও আবার কাগজপত্র জমা নেওয়ার পর কোনো অগ্রগতি নেই।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত