গণসংগীত শিল্পী এপোলো জামালী আর নেই

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১৮: ১৮

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

রোববার দুপুর ১২. ৩০ মিনিটে ঢাকার হৃদরোগ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

বিজ্ঞাপন

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন তিনি হৃদরোগ, ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যায় অসুস্থ ছিলেন।

চিরকুমার এপোলো জামালী জীবনের ৪৫ বছর বিপ্লবী রাজনৈতিক তৎপরতায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

তিনি সংহতি সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। গণ সংস্কৃতি ফ্রন্টেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি অনেক জনপ্রিয় গণ সংগীতের রচয়িতা, সুরকার ও গায়ক ছিলেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী তার বড়বোন। তার দুই বোন রবীন্দ্র সংগীত শিল্পী শাহানা জামালী ও সাগরিকা জামালী। আগামী ৭ মার্চ জানাজা শেষে তাকে দাফন করা হবে।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত