ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে দাফন আজিমপুরে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১৯: ২৫

তিন দফা জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে শায়িত হলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। সোমবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তৃতীয় ও সর্বশেষ জানাজা শেষে বেলা সাড়ে ৩ টায় তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

এর আগে সোমবার বেলা সোয়া ১১ টায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় এবং রোববার বাদ এশা ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এসব জানাজায় বিশিষ্ট ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক রোববার বিকেল ৪ টা ১০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে আছে। তার মৃত্যুতে সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে আসে।

দাফনের আগে সোমবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের তৃতীয় ও সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা‘ছুম।

জানাজায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য হাবিবুর রহমান হাবিব, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি ডা. শফিকুল ইসলাম মাসুদ, মহানগর উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ অংশগ্রহণ করেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও ব্যারিস্টার রাজ্জাকের ছেলে ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক।

বড় ছেলের ইমামতিতে সুপ্রিম কোর্টে জানাজা

সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে সোমবার বেলা সোয়া ১১টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এতে ইমামতি করেন ব্যারিস্টার রাজ্জাকের বড় ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। জানাজার আগে তার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রাজ্জাকের ছোট ছেলে ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী।

এতে আরো অংশ নেন আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগন, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

জামায়াত নেতাদের মধ্যে অংশ নেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রমুখ। জানাজায় বিপুলসংখ্যক সাধারণ আইনজীবি এবং তার শুভাকাঙ্ক্ষী অংশ নেন।

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ অর্ধদিবস বন্ধ: এদিকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে সোমবার অর্ধদিবস বন্ধ থাকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ। আপিল বিভাগের বিচারকাজ বেলা ১১টা পর্যন্ত চলে। আর হাইকোর্ট বিভাগের বিচারকাজ দুপুর ১ টার পর বন্ধ রাখা হয়।

এর আগে রোববার রাতে ধানমন্ডিতে তাকওয়া মসজিদের তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতা এবং আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

এদিকে আগামী ১৫ মে সুপ্রিম কোর্টে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের স্মরণ সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত