আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেপ্তার ২৭

স্টাফ রিপোর্টার

ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেপ্তার ২৭

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, অভিযান বংশালে চারজন, কলাবাগানে চারজন, শেরেবাংলা নগরে তিনজন এবং মুগদা থানা এলাকায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

বংশাল থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মিজানুর রহমান (৩০), মো. শহীদ চান (৫৫), রনজিত কুমার সূত্রধর ও মো. জাকির হোসেন। কলাবাগান থানার অভিযানে গ্রেপ্তাররা হলেন মো. আলিফ চকদার (১৯), মো. ইমন (২৬), রমজান (২০) ও মো. জাকারিয়া ইসলাম আগুন (২২)।

তাছাড়া শেরেবাংলা নগর থানার অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সুয়েফ হোসেন সাঈফ (২০), মো. সজিব রহমান (২৬) ও মো. মাহবুবুর রহমান।

এছাড়া মুগদা থানা এলাকায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শামসুল আলম কুট্টি (৩২), নিয়ামুল হুদা কাকন (২০), মো. জাহিদুল ইসলাম (২৭), মো. সামসুল আলম (৪০), মো. সাকিব উদ্দিন (১৮), রুবেল (১৮), মো. বিল্লাল মিয়া (৩৬), আমির হোসেন (৪২), মো. সোহাগ (৩৫), মো. চাঁন মিয়া (৩৫), মো. আলমগীর (২৮), আলী হোসেন (৩৪), মো. শাহাদাৎ (২৮), মো. মারুফ হোসেন (৩০), মো. নাজির হোসেন (৩৫) ও মো. ইমন (২১)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন