১ ফেব্রুয়ারির মধ্যে রাজউকের সার্ভার সচল করা হবে এমন আশ্বাস দিয়েছেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম।
রাজধানীর উন্নয়ন পরিকল্পনা, আবাসন খাতের সার্বিক অগ্রগতি এবং নাগরিক সেবা আরও সহজীকরণ নিয়ে রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম এর সাথে সাক্ষাৎ করেন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ। দুপুরে রিহ্যাব নেতৃবৃন্দের সাথে সাক্ষাত কালে তিনি এ আশ্বাস দেন।
সাক্ষাতে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিহ্যাব নেতৃবৃন্দ নতুন ড্যাপের নকশা অনুমোদন দ্রুত করার আহ্বান জানান। বৈঠকে রাজউকের চেয়ারম্যান নামজারি, ইজমেন্ট দলিল প্রক্রিয়া সহজ করা এবং গ্রাহক হয়রানি কমানোর বিষয়ে আশ্বাস দেন। তিনি বলেন, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে ডিজিটাল সেবা আরও গতিশীল করা হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
এখানে উল্লেখ্য যে, নতুন বিধিমালার এবং সংশোধিত ড্যাপ প্রজ্ঞাপন জারির পর সফঠ ওয়্যার এর আপডেট এর কাজ চলছে। নতুন বিধি মোতাবেক সফটওয়্যার ঢেলে সাজাতে হচ্ছে। আপডেট কাজ শেষ হলে নকশা অনুমোদন শুরু হবে এবং সেটা ১ ফেব্রুয়ারি আগেই হবে এমন কথা বলেন রাজউক চেয়ারম্যান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

