আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি হলেন ড. তাপস ও সোহেল খুরশীদ

আমার দেশ অনলাইন

মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি হলেন ড. তাপস ও সোহেল খুরশীদ

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি তাপস চন্দ্র পাল, পিএইচডি ও শাহ্ মোঃ সোহেল খুরশীদকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি প্রদান করেছে। ইতোপূর্বে তারা এই ব্যাংকের এসইভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মার্কেন্টাইল ব্যাংকের প্রবৃদ্ধি ও সুশাসনে তাদের দীর্ঘদিনের কৌশলগত ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই পদোন্নতি প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

ড. তাপস চন্দ্র পাল মার্কেন্টাইল ব্যাংকের সিএফও হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতে দুই যুগেরও বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে তিনি কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অবদান রাখেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (সম্মান) ও এম.কম ডিগ্রি অর্জন করেন। এছাড়াও এমবিএ ডিগ্রি অর্জনের পাশাপাশি তিনি ‘বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কৌশলগত ব্যবস্থাপনা’ বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে প্রশিক্ষক ও প্রধান বক্তা হিসেবে তিনি নিয়মিত অংশগ্রহণ করেন এবং ব্যাংক ও অর্থনীতির নানা দিক নিয়ে জাতীয় দৈনিকগুলোতে লেখালেখি করেন। ড. তাপস বিভিন্ন সময় দেশে ও বিদেশে অনেক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

শাহ্ মো. সোহেল খুরশীদ একজন অভিজ্ঞ ব্যাংকার হিসেবে সমাদৃত। তিনি মার্কেন্টাইল ব্যাংকের চিফ ক্রেডিট অফিসার, কর্পোরেট ব্যাংকিং ডিভিশনের প্রধান এবং একাধিক শাখার প্রধান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯ সালের ডিসেম্বরে তিনি মার্কেন্টাইল ব্যাংকে যোগ দেন। এর আগে ১৯৯১ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি ঢাকা ব্যাংকেও চাকুরি করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জনের পাশাপাশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। পেশাগত উন্নয়নের অংশ হিসেবে শাহ্ মো. সোহেল খুরশীদ দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে নান প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, জার্মানি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও ফ্রান্সে বিভিন্ন সময় প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়ে তিনি ব্যাংকিং বিষয়ে বিস্তৃত অভিজ্ঞতা অর্জন করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন