বহুল আলোচিত এলএসএস ২০২৫ এখন আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে দেশের মানুষের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির মাধ্যমে। জনপ্রিয় এই শো-এর সেরা ৫ প্রতিযোগী দেশের বিভিন্ন অঞ্চলে রোডশোতে অংশ নিচ্ছেন, যেখানে তারা নিজেদের যাত্রা, অভিজ্ঞতা এবং প্রতিভা দর্শকদের সামনে তুলে ধরছেন। এই উদ্যোগের অংশ হিসেবে আজ তারা এজিবি কলোনি, মতিঝিলে উপস্থিত হয়ে এলাকাবাসী, ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেন।
আজকের আয়োজনে সেরা ৫ প্রতিযোগী স্থানীয় পাইকারি ব্যবসায়ী, খুচরা বিক্রেতা এবং এলাকার ক্রেতাদের সঙ্গে কথা বলেন, নিজের অভিজ্ঞতা শেয়ার করেন এবং প্রতিযোগিতায় তাদের প্রতি জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে এবং বহু মানুষ প্রতিযোগীদের দেখতে ভিড় জমায়।
দেশের সেরা টেলিভিশন চ্যানেল ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত থেকে পুরো কার্যক্রমটি কাভার করেন, যা এই উদ্যোগকে আরো জাতীয়ভাবে আলোচনায় নিয়ে এসেছে। প্রতিযোগীরা তাদের কথোপকথনে তুলে ধরেন কীভাবে স্থানীয় বাজার, সম্প্রদায় ও মানুষের সমর্থন তাদের আজকের অবস্থানে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আজকের সফল আয়োজনের জন্য আয়োজকরা স্থানীয় প্রশাসন, মিডিয়া অংশীদার, পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং সকল দর্শককে ধন্যবাদ জানান। এজিবি কলোনি, মতিঝিল–এর সকল মানুষকে তাদের উষ্ণ অভ্যর্থনা ও প্রাণবন্ত অংশগ্রহণের জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
যাত্রা চলছে সেরা ৫ প্রতিযোগী দেশজুড়ে ছড়িয়ে দিচ্ছেন অনুপ্রেরণা, প্রতিভা এবং বিনোদনের বার্তা।

