আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যমুনা ব্যাংকে আইএফআরএস-৯ ‘ইসিএল’ বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আমার দেশ অনলাইন

যমুনা ব্যাংকে আইএফআরএস-৯ ‘ইসিএল’ বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

যমুনা ব্যাংক পিএলসি-এর উদ্যোগে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (IFRS-9)-এর আওতায় ‘এক্সপেক্টেড ক্রেডিট লস’ (ECL) বাস্তবায়ন বিষয়ে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর গুলশানস্থ রিলায়্যান্স বিল্ডিংয়ে ব্যাংকের ট্রেনিং একাডেমি প্রাঙ্গণে এই কর্মশালার আয়োজন করা হয়। যমুনা ব্যাংকের ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ।

বিজ্ঞাপন

প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন বিশ্বখ্যাত পরামর্শক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপারস (PwC) বাংলাদেশের ম্যানেজার আব্দুর রহমান। তিনি তার সেশনে আইএফআরএস-৯-এর মৌলিক কাঠামো, ইসিএল মডেলিং এবং ঋণের গুণমান অনুযায়ী বিভিন্ন স্তর বিন্যাস বা স্টেজিং (Stage-1, Stage-2 ও Stage-3) সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া তিনি প্রোবাবিলিটি অফ ডিফল্ট (PD), লস গিভেন ডিফল্ট (LGD), এক্সপোজার অ্যাট ডিফল্ট (EAD) এবং বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ইসিএল বাস্তবায়নের প্রযুক্তিগত ও নীতিগত দিকসমূহ অংশগ্রহণকারী কর্মকর্তাদের সামনে উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. শাহীদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অফ হোলসেল ব্যাংকিং ডিভিশন মো. জাহাঙ্গীর আলম এবং প্রাইসওয়াটারহাউসকুপারস (PwC) বাংলাদেশের ডিরেক্টর (অ্যাডভাইজরি) সায়েকা মসলেমসহ ব্যাংকের সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রধানগণ।

কর্মশালাটিতে ব্যাংকের প্রধান কার্যালয় এবং বিভিন্ন শাখা থেকে মোট ৪১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে, এই নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে আইএফআরএস-৯ অনুযায়ী ইসিএল বাস্তবায়নে ব্যাংকের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা আরও জোরদার হবে।

এটি ব্যাংকের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি ঋণ ঝুঁকি হ্রাসে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। মূলত বৈশ্বিক ব্যাংকিং মানের সাথে সামঞ্জস্য রেখে দেশের ব্যাংকিং খাতকে আরও শক্তিশালী করার লক্ষেই যমুনা ব্যাংক নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...