নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা নিয়ে রিট খারিজ

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১৩: ২০
ফাইল ছবি

নারী সংস্কার কমিশনের সাম্প্রতিক বিতর্কিত সুপারিশের ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ ও পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

সোমবার রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

রিট আদেশে আদালত বলেন, ‘নারী সংস্কার কমিশনের সুপারিশ এখনো বাস্তবায়ন করা হয়নি। সরকার এখনো ফাইনাল কোনো সিদ্ধান্ত নেয়নি। এটা প্রি-ম্যাচিউরড। সুপারিশ যদি সরকার বাস্তবায়ন করে, তখন রিটকারী চাইলে আদালতে আসতে পারবেন।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত