নার্সিং ও অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আনোয়ার আকন্দের নিয়োগ স্থগিত করে রুল জারি করেছেন মহামান্য হাইকোর্ট। গত ২৯ জুন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের দ্বৈত বেঞ্চ এই রায় প্রদান করেন। বুধবার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়।
শুধু পরিচালকের নয়, একই অধিদপ্তরের উপ-পরিচালক (শিক্ষা ও শৃঙ্খলা) (নিজ বেতনে) মোসাম্মৎ মঞ্জু আখতার ও সহকারী পরিচালক (নিজ বেতনে) জরিনা খাতুনের নিয়োগ স্থগিত করেছেন আদালত। দুজনই নবম গ্রেডের কর্মকর্তা হলেও ৪র্থ গ্রেডের দায়িত্ব পালন করে আসছিলেন। যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগবিধির সাথে সাংঘর্ষিক।
জনপ্রশাসনের নিয়োগবিধি অনুযায়ী, মহাপরিচালক পদটি অতিরিক্ত সচিব পদমর্যাদার। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব ও চলতি দায়িত্ব প্রধানের নীতিমালা ২০২৩ অবমাননা করে যুগ্ম সচিব পদমর্যাদার আনোয়ার হোসেন আকন্দকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিষয়টি নিয়ে আদালতে মামলা করলে আদালত অভিযোগটি আমলে নেয় ও তার নিয়োগ তিন মাসের জন্য স্থগিত করে রায় প্রদান করেন। একই সঙ্গে তার নিয়োগ কেনো অবৈধ ঘোষণা করা হবে না তা আগামী চার সপ্তাহের মধ্যে জনপ্রশাসন সচিব ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে এই রুলের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নার্সিং অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আনোয়ার হোসেন আকন্দ আওয়ামী সরকারের সময়ে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ছিলেন এবং তার বড় ভাই কামরুল হাসান ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক। এছাড়াও এক বোন অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন।

