২৫ কোটি টাকা আত্মসাৎ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩১ জনের নামে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ২২: ০৫

পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের নামে ভুয়া ও মিথ্যা তথ্য সম্বলিত কাগজপত্র দাখিল করে ঋণ নেওয়ায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩১ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

দুদক জানিয়েছে, ভূমিমন্ত্রীর নামে যে একাধিক অভিযোগের বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দ্রুত দেওয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিং সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতি, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীকে মালিক সাজিয়ে নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ডিশন ট্রেডিং এর নামে ভুয়া ও মিথ্যা তথ্য সম্বলিত কাগজপত্র দাখিল করে ঋণ অনুমোদন করিয়ে উক্ত অর্থ বিভিন্ন ভুয়া ব্যক্তি, প্রতিষ্ঠানের (সাইফুজ্জামান চৌধুরীর কর্মচারীদের নামে সৃষ্ট আলফা ট্রেডার্স, ক্ল্যাসিক ট্রেডিং, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং) ব্যাংক হিসাবে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে।

তিনি আরো জানান, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ করে দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৬/৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭এর ৫(২) ধারা ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২)(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় সাইফুজ্জামান চৌধুরীসহ ৩১ জনের নামে মামলা করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত