বিএসবি গ্লোবালের খায়রুল বাশার ৩ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ২১: ৩০

প্রতারণার ও অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর গুলশান থানার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে প্রতারণার অপর এক মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন বিচারক।

বিজ্ঞাপন

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক কে এম মফিজুর রহমান দশ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড বাতিলপূর্বক জামিন চেয়ে শুনানি করেন আসামি পক্ষ। পরে রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ১১ ব্যক্তির কাছে থেকে আসামি বাশার বিদেশে উচ্চ শিক্ষার কথা বলে এক কোটি ১৮ লাখ ৩৪ হাজার টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় গত ১ জুন গুলশান থানায় মামলা হয়। এর আগে গত ১৪ জুলাই ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয়

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত