দুর্নীতির মামলায় সাধনচন্দ্র মজুমদারের জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১৪: ০৮
ফাইল ছবি

দুদকের করা দুর্নীতির মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের জামিনের আবেদন না-মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে রিমান্ড শুনানি করতে তাকে আদালতে হাজির করা হয়।

এদিন সাধনচন্দ্র মজুমদারের পক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়ে আবেদন করেন। আদালতে দুদকের কৌঁসুলি জামিনের বিরোধীতা করে যুক্তি উপস্থাপন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন না-মঞ্জুর করেন। আইনজীবী ফারজানা ইয়াসমিন জামিন না-মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।

গত বছর ৩ অক্টোবর রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধনচন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলুশ। এরপর তাকে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

গত বছরের ১৯ ডিসেম্বর সাধনচন্দ্র মজুমদারের বিরুদ্ধে ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৬৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতির অভিযোগে মামলা দায়ের করেন দুদক। চলতি বছরের ২৯ জানুয়ারি এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত