স্টাফ রিপোর্টার
সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানির আগে আদালতের এজলাসে ওঠে কাঁদলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে গ্রেপ্তার দেখানোর শুনানির পূর্বে এ ঘটনা ঘটে।
এর আগে গত ১৭ এপ্রিল তুরিন আফরোজকে সন্ত্রাস বিরোধী আইনের এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। আবেদন আমলে নিয়ে ২৩ এপ্রিল শুনানির দিন ধার্য করেন আদালত।
শুনানি করতে সকালে কারাগার থেকে তুরিনকে আদালতে হাজির করে হয়। এরপর তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে এজলাসে তোলা হয়। কাঠগড়ায় তাকে হাস্যোজ্জল দেখা যায়, তখনো আদালতের বিচারকার্যক্রম শুরু হয়নি।
কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক আইজিপি শহীদুল হক ও হাসানুল হক ইনুর সঙ্গে কথা বলেন তুরিন। এসময় আবেগ আপ্লুত হয়ে তাকে কাঁদতে দেখা যায়। পরে তাকে সান্ত্বনা দেন হাসানুল হক ইনু, শহীদুল হক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তানভীর হাসান সৈকত।
এরপর আদালতের কার্যক্রম শুরু হলে প্রথমে শুনানি নিয়ে উত্তরা পশ্চিম থানার পৃথক দুই মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদনের বিষয়ে শুনানি হলে তার আইনজীবী মোহাম্মদ সেলিম বলেন, তুরিন আফরোজকে নির্যাতন করা হয়েছে। তিনি কিছু বলতে চান।
আদালতের অনুমতি নিয়ে তুরিন আফরোজ বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার পায়ে যা করা হয়েছে, আমি ন্যায়বিচার চাই।
কোনোকালে আমার রাজনৈতিক পদ পদবি ছিল না। আমি শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালন করেছি। আমি শারীরিকভাবে অসুস্থ। আমি হাঁটতে পারি না। ন্যায়বিচারের আকুল আবেদন করছি।
তুরিন আফরোজের কথার জবাবে পিপি ওমর ফারুক ফারুকী বলেন, উনারা যা বলছেন তা সত্য না। মিথ্যা কথা বলে এ ঘটনা অন্যদিকে ঘুরানোর চেষ্টা করছেন। আদালতে প্যানিক সৃষ্টি করছেন।
তখন তুরিন আফরোজ নিজের পায়ে নির্যাতনের চিহ্ন বিচারককে দেখান। শুনানি শেষ করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর পুলিশ প্রহরায় তুরিনকে হাজতখানায় নেয়া হয়।
এ মামলায় তুরিনের বিরুদ্ধে অভিযোগ, গত ৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইল ও ল্যাপটপ ‘চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধু’, ‘ধানমন্ডি ৩২ নম্বর’, ‘বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স ও ‘আমরা তৃণমূল আওয়ামী লীগ’সহ বিভিন্ন গ্রুপের সদস্য ও অ্যাডমিন হিসেবে সেগুলো পরিচালনা করছেন তিনি।
এসব গ্রুপ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উসকানিমূলক প্রচার ও প্রচারণা চালান তুরিন।
যুদ্ধাপরাধের বিচারে ২০১০ সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন আইনজীবী তুরিন। তবে এনএসআই ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মুহাম্মদ ওয়াহিদুল হকের বিরুদ্ধে একাত্তরের যুদ্ধাপরাধ মামলার বিচার চলাকালে গোপন বৈঠকের ঘটনায় ২০১৯ সালের ১১ নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিনকে অপসারণ করে তৎকালীন সরকার।
গত ৮ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তুরিন আফরোজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ২১ এপ্রিল রাজধানীর মিরপুরে গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে চলতি বছরের ৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়।
এমএস
সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানির আগে আদালতের এজলাসে ওঠে কাঁদলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে গ্রেপ্তার দেখানোর শুনানির পূর্বে এ ঘটনা ঘটে।
এর আগে গত ১৭ এপ্রিল তুরিন আফরোজকে সন্ত্রাস বিরোধী আইনের এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। আবেদন আমলে নিয়ে ২৩ এপ্রিল শুনানির দিন ধার্য করেন আদালত।
শুনানি করতে সকালে কারাগার থেকে তুরিনকে আদালতে হাজির করে হয়। এরপর তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে এজলাসে তোলা হয়। কাঠগড়ায় তাকে হাস্যোজ্জল দেখা যায়, তখনো আদালতের বিচারকার্যক্রম শুরু হয়নি।
কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক আইজিপি শহীদুল হক ও হাসানুল হক ইনুর সঙ্গে কথা বলেন তুরিন। এসময় আবেগ আপ্লুত হয়ে তাকে কাঁদতে দেখা যায়। পরে তাকে সান্ত্বনা দেন হাসানুল হক ইনু, শহীদুল হক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তানভীর হাসান সৈকত।
এরপর আদালতের কার্যক্রম শুরু হলে প্রথমে শুনানি নিয়ে উত্তরা পশ্চিম থানার পৃথক দুই মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর আবেদনের বিষয়ে শুনানি হলে তার আইনজীবী মোহাম্মদ সেলিম বলেন, তুরিন আফরোজকে নির্যাতন করা হয়েছে। তিনি কিছু বলতে চান।
আদালতের অনুমতি নিয়ে তুরিন আফরোজ বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার পায়ে যা করা হয়েছে, আমি ন্যায়বিচার চাই।
কোনোকালে আমার রাজনৈতিক পদ পদবি ছিল না। আমি শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালন করেছি। আমি শারীরিকভাবে অসুস্থ। আমি হাঁটতে পারি না। ন্যায়বিচারের আকুল আবেদন করছি।
তুরিন আফরোজের কথার জবাবে পিপি ওমর ফারুক ফারুকী বলেন, উনারা যা বলছেন তা সত্য না। মিথ্যা কথা বলে এ ঘটনা অন্যদিকে ঘুরানোর চেষ্টা করছেন। আদালতে প্যানিক সৃষ্টি করছেন।
তখন তুরিন আফরোজ নিজের পায়ে নির্যাতনের চিহ্ন বিচারককে দেখান। শুনানি শেষ করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর পুলিশ প্রহরায় তুরিনকে হাজতখানায় নেয়া হয়।
এ মামলায় তুরিনের বিরুদ্ধে অভিযোগ, গত ৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তারের সময় তার ব্যবহৃত একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইল ও ল্যাপটপ ‘চট্টগ্রাম থেকে বঙ্গবন্ধু’, ‘ধানমন্ডি ৩২ নম্বর’, ‘বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স ও ‘আমরা তৃণমূল আওয়ামী লীগ’সহ বিভিন্ন গ্রুপের সদস্য ও অ্যাডমিন হিসেবে সেগুলো পরিচালনা করছেন তিনি।
এসব গ্রুপ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উসকানিমূলক প্রচার ও প্রচারণা চালান তুরিন।
যুদ্ধাপরাধের বিচারে ২০১০ সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন আইনজীবী তুরিন। তবে এনএসআই ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মুহাম্মদ ওয়াহিদুল হকের বিরুদ্ধে একাত্তরের যুদ্ধাপরাধ মামলার বিচার চলাকালে গোপন বৈঠকের ঘটনায় ২০১৯ সালের ১১ নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিনকে অপসারণ করে তৎকালীন সরকার।
গত ৮ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তুরিন আফরোজের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ২১ এপ্রিল রাজধানীর মিরপুরে গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে চলতি বছরের ৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়।
এমএস
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের অপরাধ গোপন করে অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার জন্য অ্যাপ্রুভার হয়েছেন।
৩৯ মিনিট আগেআবেদনে বলা হয়, সেলিম প্রধান দেশের মানুষের নিরাপত্তা বিঘ্ন ঘটানো ও বিশৃঙ্খলা সৃষ্টি প্রয়াসে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অর্থযোগানদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
২ ঘণ্টা আগেসরকার উৎখাতের ষড়যন্ত্রে মামলায় গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২ ঘণ্টা আগেদীর্ঘ বছর গুমের শিকার ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান বলেছেন, সেনানিবাসের ভেতরে যে সাবজেল রয়েছে সেখানে জেল কোড ফলো হচ্ছে কিনা, যাদের রাখা হয়েছে তারা কি কোনোভাবে সার্ভিং সেনা সদস্যের সঙ্গে যোগাযোগ করছে কিনা, এটি নিশ্চিত করা খুবই জরুরি।
৩ ঘণ্টা আগে