আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম

স্টাফ রিপোর্টার
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম

জুলাই গণআন্দোলনে রাজধানীর খিলগাঁও থানার হত্যাচেষ্টা মামলায় নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এ আদেশ দেন।

গত ২৮ অগাস্ট এ মামলার নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই রওশন ফেরদৌস। পরে আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ঠিক করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলায় অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ১৯ জুলাই বিকেলে খিলগাঁও মেরাদিয়ায় পিবিআই অফিসের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এসময় রনির গলায় গুলি লাগে। দীর্ঘদিন চিকিৎসা শেষে চলতি বছরের ২১ জানুয়ারি খিলগাঁও থানায় মামলা দায়ের করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন