মাদক মামলায় সম্রাটের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, বিচার শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১৩: ১৫
ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালতে হাজির না হওয়ায় তাদের জামিন বাতিল করে দু’জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদারের আদালত এ আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহফুজ হাসান বলেন, সম্রাট এবং আরমানের অসুস্থতার বিবেচনায় চার্জ শুনানি পেছাতে আবেদন করে আসামি পক্ষ। আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের করেন আদালত। এ সময় জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপরে তার কাকরাইল অফিসে অভিযান চালিয়ে বিদেশি মদ, পিস্তল ও বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্যপ্রাণী চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরদিন ৭ অক্টোবর মাদক ও অস্ত্র আইনে মামলা পৃথক দুটি মামলা করে র‌্যাব। তদন্ত শেষে ওই বছরের ৯ ডিসেম্বর মাদক মামলায় সম্রাট এবং আরমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সংস্থাটি।

চলতি বছরের ১৬ জানুয়ারি অস্ত্র মামলায় সম্রটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত