আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নাসা গ্রুপের নজরুলের যুক্তরাজ্য সহ ৩ দেশের সম্পদ জব্দ

স্টাফ রিপোর্টার
নাসা গ্রুপের নজরুলের যুক্তরাজ্য সহ ৩ দেশের সম্পদ জব্দ

আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের নামে বিদেশে থাকা সাতটি বাড়ি জব্দ এবং একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। জব্দ করা এই সম্পদ ও ব্যাংক হিসাব যুক্তরাজ্য, আইল অফ ম্যান ও জার্সিতে রয়েছে।

বিজ্ঞাপন

রোববার ঢাকা সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, জব্দ হওয়া স্থাবর সম্পদের মধ্যে যুক্তরাজ্যে ৩৭ দশমিক ৯৫ মিলিয়নের ৫টি বাড়ি রয়েছে। এ ছাড়া আইল অফ ম্যানে ১টি ও জার্সিতে ১টি বাড়ি রয়েছে। পাশাপাশি আইল অফ ম্যানে থাকা ১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ আনা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন