ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর ২ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ১৮: ১১

চেক জালিয়াতি ও প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডের পাশাপাশি স্বামী-স্ত্রীকে ১০ হাজার টাকার অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন বিচারক।

বিজ্ঞাপন

এ মামলায় বাদীপক্ষের আইনজীবী তৌসিফ মাহমুদ বলেন, রাসেল-শামীমা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ইভ্যালি থেকে ২০২১ সালের ২০ মার্চ ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইক অর্ডার করেন তৌফিক মাহমুদ নামে এক গ্রাহক। এর মূল্যবাবদ ১৪ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করেন তিনি। ইভ্যালি ৪৫ দিনের মধ্যে বাইক তিনটি সরবরাহ করতে ব্যর্থ হয়ে অর্থ ফেরত দিতে তাকে দু'টি চেক প্রদান করে। সেই চেক ডিজনার হলে রাসেল ও শামীমার বিরুদ্ধে ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি মামলা করেন তৌফিক মাহমুদ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত