সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা, হাসিনা-রেহানাসহ আসামি ১২৪

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১২: ৪৭
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৫: ০৩

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৪ জনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তর লতিবাবাদ গ্রামের আবু তাহের ভুইয়ার ছেলে তহমুল ইসলাম মাজহারুল।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলাটি তদন্দ করে যথাযথ আইনি ব্যাবস্থা নেয়া হবে ।

মামলায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও আসামি করা হয়েছে শেখ রেহানা, সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রেদওয়ান সিদ্দিক ববি, তারিক আহমেদ সিদ্দিক, শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবীর নানক, হাসান মাহমুদ, মোহাম্মদ আলী আরাফাত, মুরাদ হাসান, আব্দুল কাহার আকন্দ, সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মসিউর রহমান হুমায়ুন,অজয় কর খোকন, কবির বিন আনোয়ার, নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান, শেখ ফজলে ন‚র তাপস, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জিলুর রহমান, কিশোরগঞ্জ-৪ আসনের সাবেক এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, সৈয়দ সাফায়েতুল ইসলাম, কিশোরগঞ্জ-১ আসনের সাবেক এমপি ডা. সৈয়দা জাকিয়া লিপি, কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক এমপি নাজমুল হাসান পাপন, কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি এডভোকেট সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আফজাল হোসেন, কাজী সেলিম খান,কা জী শাহীন খান, আনোয়ার কামাল , শরীফ আহমদ সাদী, সাবেক রাষ্ট্রপতির পুত্র রাসেল আহমদ তুহিন,জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন , সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান , কিশোরগঞ্জ জেলা বিএমএর সেক্রেটারি ডা. আব্দুল ওয়াহাব বাদলসহ মোট ১২৪ জনের নাম রয়েছে।

উল্লেখ্য , ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ , ও সাবেক প্রধানমন্ত্রীসহ ১২৪ জনের বিরুদ্ধে ও অজ্ঞাত ২০০ থকে ২৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে স্বৈরশাসক শেখ হাসিনার পতনে সংগঠিত ছাত্র জনতার গড়ে ওঠা আন্দোলনকে দমন করতে দেশ বিদেশে অবস্থান করা এক নম্বর থেকে ২০ নম্বর আসামী সারাদেশে গণহত্যার পরিকল্পনা করেন সেই মোতাবেক তারা কিশোরগঞ্জে যাতে কোন আন্দোলন হতে না পারে। সে জন্য ২১ থকে ৪০ নম্বর আসামীদের নির্দেশ দেন। নিদের্শ বাস্তবায়নের জন্য ৪১ থকে ১২৪ নাম্বার আসামীরা শটগান, বন্দুক পিস্তল , ককটেল ,বোমা ও দেশী অস্ত্র এবং অর্থ সরবরাহ করে আন্দোলন দমাতে এই গণহত্যার নির্দেশ দেন ।

মামলার বাদী তহমুল ইসলাম বলেন তিনি বিএনপির একজন কর্মী ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ব্যতিদের তালিকায় তার নাম রয়েছে । আহত অবস্থায় দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর তিনি এখন কিছুটা সুস্থ হওয়ায় মামলা করেছেন ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত