কাঠগড়ায় নিশ্চুপ ছিলেন মমতাজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১৪: ১৫
আপডেট : ৩০ জুন ২০২৫, ১৪: ৩৮
ফাইল ছবি

রাজধানীর কোতোয়ালি থানার শাওন মুফতি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর এ আদেশ দেন।

এদিন সকালে কারাগারে থেকে মমতাজকে আদালতে হাজির করা হয়। পরে সকাল সাড়ে ১০ টায় আদালতের হাজতখানা থেকে কড়া পুলিশ প্রহরায় আদালতে তোলা হয় তাকে। এ সময় মমতাজের মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিলো। পরে কাঠগড়ায় তুলে মমতাজের হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট খুলে দেয় পুলিশ সদস্যরা। ১০ টা ৩৮ মিনিটে বিচারক এজলাসে উঠেন। প্রথমে কোতোয়ালি থানার হত্যা মামলায় মমতাজ বেগমের গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়। তখন মাস্ক খুলে কাঠগড়ার সামনে দাড়ান তিনি। শুনানি শেষে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত। এরপর তিনি কাঠগড়ায় পেছনে গিয়ে দাড়ান। তখন কাঠগড়ায় থাকা সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন তার কাছে যান। এ সময় দু'জনে এক সঙ্গে কিছু সময় ধরে কথা বলতে থাকেন। তখন সাবিনাকে হাসিমুখে দেখা গেলেও নিশ্চুপ ছিলেন মমতাজ। পরে পেছনে দাঁড়িয়ে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন মমতাজ। গরমে ঘামতে থাকায় টিস্যু দিয়ে মুখ মুছতে থাকেন। এরপর ১১ টা ১১ মিনিটে তাকে আবার জ্যাকেট ও হেলমেট পড়ানো হয়। কিছুক্ষণ পর পুলিশ পাহারায় আদালতের হাজতখানায় নেওয়া হয় তাকে।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট রাতে শাওন মুফতি বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিতে রাজধানীর তাঁতীবাজার মোড়ের অবস্থান নেন। সেখানে বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন সে। পরে তাকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার মা মাকসুদা বেগম গত ২৮ মে রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ৫৭ জনকে আসামি করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত