রিমান্ড শেষে কারাগারে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ২০: ৩৭

রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রিমান্ড শেষে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

শনিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এদিন তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে গত ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। এরপর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন বাবু। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের বাবা জয়নাল আবেদীন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত