স্টাফ রিপোর্টার
রাজধানীর বাড্ডা থানার হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে টিভির পরিচালক ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন।
এর আগে, রোববার মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই গোলাম কিবরিয়া খান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আসামিদের উপস্থিতিতে সোমবার শুনানির দিন ধার্য করেন আদালত। এদিন তাদের আদালতে হাজির করা হয়। শুনানি নিয়ে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারক।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই মধ্য বাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন দুর্জয়। তাদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুই চোখ হারিয়ে অন্ধ হয়ে যান তিনি। এ ঘটনায় গত বছরের ২০ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের নামে বাড্ডা থানায় মামলা করেন দুর্জয়।
গত ১৭ অগাস্ট গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ২৩ অগাস্ট তাকে কারাগারে পাঠানো হয়। ২৪ অগাস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। পরদিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে গত ৩০ অগাস্ট তাকে কারাগারে পাঠানো হয়।
এসএন
রাজধানীর বাড্ডা থানার হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে টিভির পরিচালক ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন।
এর আগে, রোববার মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই গোলাম কিবরিয়া খান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আসামিদের উপস্থিতিতে সোমবার শুনানির দিন ধার্য করেন আদালত। এদিন তাদের আদালতে হাজির করা হয়। শুনানি নিয়ে তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন বিচারক।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই মধ্য বাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন দুর্জয়। তাদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুই চোখ হারিয়ে অন্ধ হয়ে যান তিনি। এ ঘটনায় গত বছরের ২০ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের নামে বাড্ডা থানায় মামলা করেন দুর্জয়।
গত ১৭ অগাস্ট গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ২৩ অগাস্ট তাকে কারাগারে পাঠানো হয়। ২৪ অগাস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। পরদিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে গত ৩০ অগাস্ট তাকে কারাগারে পাঠানো হয়।
এসএন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী লুৎফর রহমান বাদলকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
৫ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী গুমের দুই মামলায় দেশের ইতিহাসে এই প্রথম সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করার কথা রয়েছে। বুধবার সকালে তাদের ট্রাইব্যুনাল-১-এ হাজির করার কথা রয়েছে।
৬ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার অভিযোগে গ্রেপ্তার প্রধান আসামি মাহির রহমান ও প্রেমিকা শবনম বর্ষাসহ তিন আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।
৭ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া ছাত্রী বার্জিস শাবনাম বর্ষাসহ তিনজনের জবানবন্দি রেকর্ড করার আবেদন করা হয়েছে। মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন এ আবেদন করেন।
১১ ঘণ্টা আগে