ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি-রেজিস্ট্রারের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৪: ৩১
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১১: ২৫

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ড. আবু হানিফার বেতন-ভাতা চালুর বিষয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশনা অমান্য করায় ভিসি ও রেজিস্ট্রারের ‍বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করে।

রিটের আইনজীবী বেলায়েত হোসেন জানান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও রেজিস্ট্রিার আদালতের নির্দেশনার পরও উপ-রেজিস্ট্রারের বেতন-ভাতা দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন। তিনি জানান, ভুক্তভোগী উপ-রেজিস্ট্রার ড. আবু হানিফাকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াত-শিবির আখ্যা দিয়ে চাকরিচ্যুত করে তৎকালীন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এর বিরুদ্ধে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হলে আদালত তার চাকরিচ্যুতি অবৈধ ঘোষণা করে। পরবর্তী সমেয়ে গত বছরের ৭ আগস্ট, উচ্চ আদালতের রায় অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে চাকরিতে পুনর্বহাল করে। কিন্তু উচ্চ আদালতের নির্দেশনা পাশ কাটিয়ে ‘সিন্ডিকেটের সিদ্ধান্ত’ শর্ত দিয়ে বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে নিয়ে ধোঁয়াশা তৈরি করছে। পুনরায় যোগদানের পর থেকে তাকে কোনো ধরনের বেতন-ভাতা দেওয়া হচ্ছে না ।

বিষয়টি নিয়ে ভুক্তভোগী আবু হানিফা উচ্চ আদালতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার একটি অভিযোগ দায়ের করেন। তার এ অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২১ মে আদালত অনতিবিলম্বে তাকে বেতন-সুবিধাদি পরিশোধ করার নির্দেশ দেন। আদালতের এ নির্দেশনার পরও বেতন-ভাতা না দেওয়ায় গত ২০ জুলাই বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. শামসুল আলম এবং রেজিস্ট্রার আইয়ুব হোসেনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, সে বিষয়ে একটি রুল জারি করেন বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত