আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সেই আবেদ আলীর ‘সহযোগী’ পুলিশ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন

সেই আবেদ আলীর ‘সহযোগী’ পুলিশ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলীর সহযোগী পুলিশ ক্যাডারের কর্মকর্তা মো. জাকারিয়া রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানিতে এ আদেশ দেয়া হয়।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ রোববার এ আদেশ স্বাক্ষর করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

দুদকের সহকারী পরিচালক ও এ মামলার তদন্ত কর্মকর্তা আল-আমিন জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সৈয়দ আবেদ আলীর জীবনকালে তার সাথে বিভিন্ন ব্যক্তির অস্বাভাবিক ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। যাদের মধ্যে মো. জাকারিয়া রহমানও রয়েছেন।

২০২৪ সালের ৮ জুলাই আবেদ আলীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। ৫ জানুয়ারি দুদক আবেদ আলী জীবনের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও (৩) ধারায় মামলা দায়ের করে। সেখানে পাঁচ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ৪৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

তদন্তকারী সংস্থার দাবি, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জাকারিয়া একজন সরকারি কর্মকর্তা হিসেবে সংঘবদ্ধ প্রশ্নফাঁস চক্রের সাথে জড়িত। পাশাপাশি তিনি দেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে তথ্য রয়েছে।

এ অবস্থায়, মামলার তদন্তকাজ শেষ না হওয়া পর্যন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ প্রদান জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।

জানা গেছে, জাকারিয়া রহমান জিকু ৩০তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত রয়েছেন। তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ধাওড়া গ্রামের শফিকুর রহমানের ছেলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন