আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাইফুজ্জামান শেখর ও ডিআইজি নজরুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
সাইফুজ্জামান শেখর ও ডিআইজি নজরুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারে মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শেখর, তার স্ত্রী সিমা রহমান ও কারাগারে আটক থাকা পুলিশের ডিআইজি মোল্যা নজরুল ইসলামসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

বিজ্ঞাপন

নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যরা হলেন, ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত) সুভাষ চন্দ্র সাহা ও বিবিএসের প্রশ্নফাঁসের হোতা সৈয়দ আবেদ আলী এবং তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী।

এদিন পৃথক চারটি আবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুর্নীতি দমন কমিশন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলাসহ তদন্ত চলমান থাকায় নিষেধাজ্ঞার এসব আবেদন করা হলে তা মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, সাইফুজ্জামান শেখর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন। তিনি মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য। তবে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন