ক্ষুব্ধ শিক্ষার্থীদের ডিম নিক্ষেপ, ১০ দিনের রিমান্ডে বিএসবির বাশার

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৬: ৪১
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৭: ০২

গুলশান থানার অর্থ পাচার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাছাউল্ল্যাহ এ আদেশ দেন।

এদিন দুপুরে অর্থ পাচার মামলায় গ্রেপ্তার খায়রুল বাশারকে আদালতে হাজির করে সিআইডি। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির এসআই খালিদ সাইফুল্লাহ। এরপর বলা সাড়ে ৩টায় তাকে আদালতে তোলা হয়। এসময় খায়রুল বাশারকে লক্ষ্য করে মুহুর্মুহু ডিম নিক্ষেপ করেন শিক্ষার্থীরা। সেই ডিম গিয়ে পড়ে তার মুখ মণ্ডলে। কাঠগড়ায় ওঠার পর শুরু হয় রিমান্ড শুনানি। এসময় রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান বাশারের আইনজীবী কাজী আনিসুর রহমান।

অপরদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করে রিমান্ডে নেয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে তার দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গতকাল সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম.কে খায়রুলকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে গুলাশন থানার অর্থপাচার মামলায় খায়রুলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

মামলায় অভিযোগ করা হয়, আসামি বাশার, তাঁর স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশার চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ফেলে সাধারণ ছাত্রছাত্রীর কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। উচ্চশিক্ষার জন্য ১৪১ শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর কথা বলে তাঁরা ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা হাতিয়ে নিয়েছেন। এ ঘটনায় গত ৪ মে সিআইডির উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বাদী হয়ে মামলা করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত