স্টাফ রিপোর্টার
পুরান ঢাকার বকশিবাজারে আলিয়া মাদরাসার মাঠে অস্থায়ী আদালত বসিয়ে বিডিআর বিদ্রোহের বিচারকাজ আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা। কিন্তু মাদ্রাসার মাঠের দখল ছেড়ে দেওয়ার দাবিতে সকাল থেকে মাদরাসার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
এর আগে বুধবার মধ্য রাতের পর থেকে সারারাত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এরই ধারাবাহিকতায় আজ সকালেও শিক্ষার্থীরা ওই সড়কে অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এদিকে গত রাতে আইন মন্ত্রণালয় থেকে আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে বিচারকাজ শুরুর বিষয়ে নির্দেশনা দেয়া হলেও সকাল থেকে আদালতে পুলিশ ও এপিবিএন সদস্যদের প্রবেশ করতে দিচ্ছেন না শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, কারা কর্তৃপক্ষ অবৈধভাবে মাঠটি দখল করে সেখানে দীর্ঘদিন ধরে আদালত পরিচালনা করছে। তারা মাঠ দখলমুক্ত করতে চান। কারণ এই মাঠ শিক্ষার্থীদের।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, আমরা আশা করেছিলাম, জুলাই বিপ্লবের পরে আমাদের মাঠ ফিরে পাবো। আগামী এক ঘণ্টার মধ্যে আমাদের মাঠের বিষয়ে সমাধান চাই । দ্রুত সমাধান না আসলে আমরা শিক্ষার্থীরা সমন্বয় করে তীব্র আন্দোলন গড়ে তুলবো।
উদ্ভূত পরিস্থিতিতে ঘটনাস্থলে শাহবাগ থানা পুলিশ, এপিবিএন এর পাশাপাশি সেনাবাহিনী ও মোতায়ন করা হয়েছে।
শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে বকশিবাজার সহ চারপাশের রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
পুরান ঢাকার বকশিবাজারে আলিয়া মাদরাসার মাঠে অস্থায়ী আদালত বসিয়ে বিডিআর বিদ্রোহের বিচারকাজ আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা। কিন্তু মাদ্রাসার মাঠের দখল ছেড়ে দেওয়ার দাবিতে সকাল থেকে মাদরাসার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
এর আগে বুধবার মধ্য রাতের পর থেকে সারারাত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এরই ধারাবাহিকতায় আজ সকালেও শিক্ষার্থীরা ওই সড়কে অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এদিকে গত রাতে আইন মন্ত্রণালয় থেকে আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে বিচারকাজ শুরুর বিষয়ে নির্দেশনা দেয়া হলেও সকাল থেকে আদালতে পুলিশ ও এপিবিএন সদস্যদের প্রবেশ করতে দিচ্ছেন না শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, কারা কর্তৃপক্ষ অবৈধভাবে মাঠটি দখল করে সেখানে দীর্ঘদিন ধরে আদালত পরিচালনা করছে। তারা মাঠ দখলমুক্ত করতে চান। কারণ এই মাঠ শিক্ষার্থীদের।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, আমরা আশা করেছিলাম, জুলাই বিপ্লবের পরে আমাদের মাঠ ফিরে পাবো। আগামী এক ঘণ্টার মধ্যে আমাদের মাঠের বিষয়ে সমাধান চাই । দ্রুত সমাধান না আসলে আমরা শিক্ষার্থীরা সমন্বয় করে তীব্র আন্দোলন গড়ে তুলবো।
উদ্ভূত পরিস্থিতিতে ঘটনাস্থলে শাহবাগ থানা পুলিশ, এপিবিএন এর পাশাপাশি সেনাবাহিনী ও মোতায়ন করা হয়েছে।
শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে বকশিবাজার সহ চারপাশের রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
আইনজীবী ড. শরীফ ভূঁইয়া জানান, “ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে তার একটি ৫৮’র সি ধারা, যেখানে বলা আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠিত হবে সংসদ ভেঙে দেয়ার পনের দিনের মধ্যে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হলে এটা শুধুমাত্র সংসদ ভেঙে ..
২১ মিনিট আগেগত অগাস্টে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবীধানমালা-২০২৪ সংশোধন করে ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ করে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তবর্তীকালীন সরকার।
৩০ মিনিট আগেজুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের অপরাধ গোপন করে অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার জন্য অ্যাপ্রুভার হয়েছেন।
৩ ঘণ্টা আগেআবেদনে বলা হয়, সেলিম প্রধান দেশের মানুষের নিরাপত্তা বিঘ্ন ঘটানো ও বিশৃঙ্খলা সৃষ্টি প্রয়াসে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অর্থযোগানদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় অংশগ্রহণ করে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
৪ ঘণ্টা আগে