অভিনেতা সিদ্দিক ৩ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ১০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর গুলশানে ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমানের ৩ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ব্যাপক জিজ্ঞাসাবাদ, পলাতক আসামিদের গ্রেপ্তার, অর্থের যোগানদাতা, পরিকল্পনাকারী ও নেতৃত্বদানকারীদের তথ্য সংগ্রহ এবং হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের পাঁচ কারণ দেখিয়ে তাকে দশদিনের রিমান্ডে নিতে আবেদন করে তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সামিউল ইসলাম। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন আবেদন করেন। রাষ্ট্র পক্ষের আইনজীবীরা রিমান্ডের জোর দাবি জানান। শুনানি শেষে বিচারক অভিনেতা সিদ্দিকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৯ এপ্রিল বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক সিদ্দিককে আটক করে। তাকে মারধর করে রমনা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করে রমনা মডেল থানা পুলিশ। জুলাই আন্দোলনের সময় গুলশানে ভ্যান চালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় পরদিন তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ৭ মে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। গত ২০ অগাস্ট তাকে পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর এ রিমান্ড আবেদন করা হলো।

মামলায় অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের ১৯ জুলাই গুলশান থানাধীন সুবাস্তু নগরভ্যালির সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ বেপারী । জুম্মার নামাজের পর আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২ জুলাই পারভেজের বাবা মো. সবুজ রাজধানীর গুলশান থানায় মামলা করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত