আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আব্দুল্লাহ আল মামুনের ক্ষমার বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ প্রকাশ

আমার দেশ অনলাইন
আব্দুল্লাহ আল মামুনের ক্ষমার বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ প্রকাশ
পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

জুলাই-আগস্টে হত্যার ঘটনায় নিজের ও সহযোগী অভিযুক্তদের অপরাধের সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে বলে লিখিত আদেশ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে এ লিখিত আদেশ প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গত বৃহস্পতিবার জুলাই-আগস্টে হত্যার দায় স্বীকার করে শেখ হাসিনার মামলায় রাজসাক্ষী হন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতকে মামুন বলেন, যারা এই অপরাধের সঙ্গে সম্পৃক্ত তাদের মুখোশ উন্মোচন করতে চান। সেইসঙ্গে মামলার রাজসাক্ষীও হবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন