আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি ৬ মে

স্টাফ রিপোর্টার
এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি ৬ মে
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত কথিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৬ মে দিন নিধারণ করেছে আদালত। ৬ মে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি করবেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আওয়ামী লীগের গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহার কে যুদ্ধ অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ডাদেশ দেয়।

এ ছাড়া মুক্তিযুদ্ধের সময় অপহরণ, নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন অমানবিক অপরাধের দায়ে ২৫ বছর ও নির্যাতনের দায়ে আরও ৫ বছরের কারাদণ্ডাদেশ দেয়। যদিও আওয়ামী লীগ সরকারের কথিত এই আদালত ও রায় নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন