আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাসিনাসহ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ দেয়ার আবেদন

আতিকুর রহমান নগরী

হাসিনাসহ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ দেয়ার আবেদন

শেখ হাসিনাসহ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেয়ার আবেদন করেছে প্রসিকিউশন। রোববার সকালে এ আবেদন করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোহাম্মদ মনোয়ার হোসাইন তামিম এতথ্য জানান।

বিজ্ঞাপন

প্রসিকিউটর গাজী তামিম বলেন, রায় ঘোষণার পর হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে আবারও গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হবে।

জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে।

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন। রায় সরসারি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এছাড়া বিদেশি একটি বার্তাসংস্থা সরাসরি সম্প্রচারের অনুমতি চেয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...