মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ আমলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি আগামীকাল মঙ্গলবার হবার কথা রয়েছে।
এ মামলার আইনজীবী শিশির মনির জানান, আজহারুল ইসলামের আপিল শুনানি কাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সোমবার ফৌজদারি আপিল নং ৩৮/২০২৫ প্রধান বিচারপতির আদালতে উপস্থাপন করা হয়েছে, যেন মঙ্গলবার শুনানির জন্য তালিকায় আসে। জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ শুনানির এ দিন ঠিক করেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারকে যুদ্ধ অপরাধের অভিযোগে ফাঁসির দণ্ডাদেশ দেয়। এ ছাড়া মুক্তিযুদ্ধের সময় অপহরণ, নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন অমানবিক অপরাধের দায়ে ২৫ বছর ও নির্যাতনের দায়ে আরও ৫ বছরের কারাদণ্ডাদেশ দেন। যদিও আওয়ামী লীগ সরকারের কথিত এই আদালত ও রায় নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে।

