পরিবার সহ সাবেক মেয়র খাইরুজ্জামান লিটনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১৬: ২৯

ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারে অন্যতম সহযোগী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ. এইচ. এম. খাইরুজ্জামান লিটনকে তার স্ত্রী শাহীন আক্তার এবং দুই কন্যা আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামান দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। এদিন দুদকের উপ-পরিচালক মোজাম্মিল হক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, খাইরুজ্জামান লিটন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, খাইরুজ্জামান লিটন ও তার স্ত্রী মিসেস শাহীন আক্তার দেশ ছেড়ে পলায়ন করে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত